⦿ ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী সিলেবাস।
⦿ সঠিক, সহজ ও শিশুদের বোধগম্য পাঠদান পদ্ধতি।
⦿ মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আধুনিক উপকরণের মাধ্যমে শিক্ষাদান।
⦿ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য ডিটেনশন ক্লাসের ব্যবস্থা।
⦿ হাফেজ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা (মক্তব) আল-কুরআন শিক্ষার ব্যবস্থা।
⦿ ইংরেজিতে দক্ষতার জন্য ইংলিশ মিডিয়ামের বুক পাঠদান ও Spoken English এর ব্যবস্থা।
⦿ আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও শিক্ষাপযোগী ক্যাম্পাস।
⦿ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও সার্বক্ষণিক সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস।
⦿ শিক্ষার্থীদের জন্য ঠাণ্ডা ও গরম পানির ব্যবস্থা।
⦿ শিশু উপযোগি বিভিন্ন ধরণের খেলাধুলা সামগ্রীর আয়োজন।
⦿ বিজ্ঞানমেলা, সাংস্কৃতিক, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, উপস্থিত বক্তৃতাসহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন।
⦿ সরকারি প্রাথমিক শিক্ষার সিলেবাস।
⦿ মক্তব ও নূরানী শিক্ষার সমন্বিত সিলেবাস
⦿ ইংরেজি ভার্সনের আংশিক সমন্বতি সিলেবাস।